বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২-এর আওতায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার রুনসী ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পৌরসভার বাসিন্দা মৃত সুশীল দেবনাথের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার দেবনাথ (৩৬) এবং মৃত জগদীষ দেবনাথের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার দেবনাথ (৩৭)।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ২০২২ সালের ২৭ আগস্ট বাকেরগঞ্জের তুলাতলা ব্রিজের উত্তর পাশে বসে পরদিন (২৮ আগস্ট) বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে আহত করা এবং এলাকায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বছরের ৭ নভেম্বর হাসান সিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় তদন্তে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত হওয়ায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও একই মামলায় একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.