পিরোজপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী এক শোকবার্তায় এ সমবেদনা জানান।
শোকবার্তায় মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ৯০-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে তার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে বাংলাদেশের বহু প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।”
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী শাসনের নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও তার আপোষহীন অবস্থান গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত।”
ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে মাসুদ সাঈদী বলেন, “স্বৈরাচারী শাসনামলে আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করা হলে বেগম খালেদা জিয়া নিয়মিত আমাদের পরিবারের খোঁজখবর নিতেন এবং সান্ত্বনা দিতেন। তিনি আমাদের পরিবারের সুখ-দুঃখের আপনজন ছিলেন। আমার ভাইদের বিবাহ অনুষ্ঠানেও তিনি সশরীরে উপস্থিত হয়েছিলেন।”
মাসুদ সাঈদী আরও উল্লেখ করেন, “আল্লামা সাঈদী এবং বেগম খালেদা জিয়ার মধ্যে গভীর শ্রদ্ধার সম্পর্ক ছিল। দলমতের ঊর্ধ্বে উঠে তিনি দেশগঠনে রাজনীতি করেছেন। শাহবাগের ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে তিনি ইসলামপ্রিয় জনতার পাশে দাঁড়িয়েছিলেন এবং আলেমদের মুক্তির দাবিতে আপোষহীন ছিলেন। তার অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।”
শেষে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর আজ ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.