সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী এলাকায় অবস্থিত আলহাজ্ব সোলাইমান ভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার আয়োজন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্র জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞা।
জানাজায় ইমামতি করেন আকবরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নুরনবী। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক শোকাহত মুসল্লি গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.