Nabadhara
ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“ব্যক্তিগত অর্জন নয়, মানুষের আস্থার মর্যাদা রক্ষাই আমার লক্ষ্য” — কামরুজ্জামান ভূঁইয়া লুটুল

গোপালগঞ্জ প্রতিনিধি 
ডিসেম্বর ৩১, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–২ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান, সফল ব্যবসায়ী ও আইসিটি খাতের পরিচিত মুখ কামরুজ্জামান ভূঁইয়া লুটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামায় স্থানীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে।

সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তাঁর রাজনৈতিক পথচলা, চ্যালেঞ্জ, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল জানান, জাতীয় রাজনীতিতে আসা তাঁর পূর্বপরিকল্পিত কোনো সিদ্ধান্ত ছিল না। ৪নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন আইসিটি ও সংগঠনের মাধ্যমে প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন।

তিনি বলেন, “২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পরবর্তী উপজেলা নির্বাচনে অংশ নিয়ে মাত্র ২৮ দিনের সংক্ষিপ্ত প্রচারণায় গোপালগঞ্জের মানুষের যে ভালোবাসা ও আস্থা পেয়েছি, সেটাই আমাকে নতুন করে ভাবিয়েছে। সেই আস্থার মর্যাদা রক্ষা করাই এখন আমার নৈতিক দায়িত্ব।”

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া এবং দু’বার কারাবরণ প্রসঙ্গে তিনি বলেন, কারাবাসকে তিনি শাস্তি নয়, বরং জীবনের বাস্তবতা উপলব্ধির একটি শিক্ষা হিসেবে দেখেছেন। “প্রতিকূলতা আমাকে আরও দায়িত্বশীল ও মানবিক করেছে। জেল-জুলুম আমাকে মানুষের সেবা থেকে দূরে সরাতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে,”— বলেন তিনি।

নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেন, তিনি কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে বিশ্বাসী নন। কারো বিরুদ্ধে কটূক্তি বা দোষারোপ নয়, বরং কাজ, ইতিবাচক আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমেই জনগণের মন জয় করতে চান তিনি। তাঁর ভাষায়, “গোপালগঞ্জ সবার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়ন ও জনকল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপালগঞ্জে একটি সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

গোপালগঞ্জ–২ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের মাধ্যমে গোপালগঞ্জকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। “আমি শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি আপনাদের দোয়ার অংশীদার হতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছি,”— বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।