জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে বুধহাটা করিম সুপার মার্কেট প্রাঙ্গণে এ গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জানাযার আয়োজন করা হয়।
গায়েবানা জানাযায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায় ইমামতি করেন মাওলানা আব্দুল ওহাব এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা শওকত হোসেন। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রীর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
জানাযা শেষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

