আলীকদম (বান্দরবান)প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা নিজ নিজ এলাকায় আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২ লাখ ৮৪ হাজার ৫৪৪ টাকা অনুদান বিতরণ করেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষায় সীমাবদ্ধ নয়, মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিশেষে তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.