তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার লালমোহন উপজেলায় আবু বকর ছিদ্দিক (৫১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর তার রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত আবু বকর ছিদ্দিক চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কচুখালী গ্রাম থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা রাতের অঁাধারে অজ্ঞাত রক্তাক্ত মরদেহটি নির্জন রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে লালমোহন থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ধারণা করা হচ্ছে যাত্রী সেজে দুর্বৃত্তরা তার রিকশায় ওঠেন, এবং চালককে হত্যার পর রিকশাটি নিয়ে যান। প্রথমে তার নাম পরিচয় না পাওয়া গেলেও পরে তার বাড়ি চরফ্যাশন উপজেলায় বলে জানা যায়।
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এটি হত্যাকাণ্ড। নিহতের পেটে এবং পাজরে ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে অজ্ঞাত অবস্থায় মরদেহটি উদ্ধার করে, পরে তার পরিচয় মিলেছে। তিনি একজন রিকশা চালক, তার রিকশাটি পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করবেন বলে জানিয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.