দৌলতপুর ( কুষ্টিয়া) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে চলছে রাষ্ট্রীয় শোক।
এ উপলক্ষ্যে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সরকারী, বেসরকারী ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান এবং সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
দৌলতপুর উপজেলা পরিষদ ভবনসহ উপজেলা পরিষদ অভ্যন্তরে বিভিন্ন সরকারী দপ্তরেও জাতীয় পতাকা উত্তোলন করে তা অর্ধনমিত রাখা হয়। দৌলতপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উপজেলার বিএনপি দলীয় কার্যালয়গুলোতে উত্তোলন করা হয় কালো পতাকা। ৩দিনের রাষ্ট্রীয় শোকের প্রথমদিন আজ বুধবার ছিল সরকারী ছুটি।
এছাড়াও বিএনপি দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সর্বসাধারণের মাঝেও বিরাজমান রয়েছে শোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.