হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাগআঁচড়া প্রেসক্লাব। তাঁর মৃত্যুতে এক যৌথ শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক সাহসী, দূরদর্শী ও আপসহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা সুদৃঢ়করণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন দেশপ্রেমিক নেত্রী হিসেবে তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির পথে তাঁর নেতৃত্ব আমাদের জন্য দিকনির্দেশনা।”
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর আদর্শ, সংগ্রাম ও নেতৃত্ব আগামী প্রজন্মকে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাজনীতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।
এই শোকের মুহূর্তে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানানো হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন বাগআঁচড়া প্রেসক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান মতিন, সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি আব্দুল জলিল, সেলিম হোসেন ও সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মিরাজ, দপ্তর সম্পাদক নাজিমউদ্দীন জনি এবং সদস্য আব্দুল্লাহ ও বিল্লাল হুসাইন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.