আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু বহনকারী দুইটি ট্রলি গাড়ির চালককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন রাজু শেখ (২৯) ও হৃদয় (২৫)। তারা রেজিস্ট্রেশন ও অনুমোদনবিহীন ট্রলি গাড়িতে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বালু পরিবহন করছিলেন বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানো এবং অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন,“অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের ফলে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কোনো ছাড় দেবে না।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে অবৈধ বালু ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

