বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আলহাজ্ব আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমির ২০২৫ সালের সেশন ফাইনাল পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) একাডিমতে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষক লাঞ্জু মিয়ার সঞ্চালনায় এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন একাডেমির সহকারী শিক্ষক ফুয়াদ মিয়া, মনি আক্তার, জুলফিকার রহমান সাগর, অভিভাবক আইরিন বেগম সহ আরো অনেকে।
সহকারী শিক্ষক ফুয়াদ বলেন এখন আমাদের ছেলে মেয়েদের প্রতি কঠোর নজর রাখতে হবে এবং শিক্ষার্থীদের হাতে মোবাইল দেওয়া যাবে না।
উক্ত অনুষ্ঠানে অভিভাবক আইরিন বেগম বলেন, শুধু শিক্ষকদের দায়িত্ব না আমাদেরও দায়িত্ব আমাদের ছেলেমেয়ের লেখাপড়ার প্রতি নজর রাখা।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের বলেন শিক্ষার্থীদের প্রচেষ্টার জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উদ্বুদ্ধ করেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনের পর শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার ও রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়

