শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) জনাব হাসিব আজিজ ব্যক্তিগত অর্থায়নে নিজ গ্রামের শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সখিপুর চরভাগা মনিনআলী মোল্লার বাজার ইউনিয়ন পরিষদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম বেপারী। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন মানিক উদ্দিন বকাউল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানিক উদ্দিন বকাউল বলেন,
“শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বিবেচনা থেকে জনাব হাসিব আজিজ ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
শীতবস্ত্র গ্রহণকারী একাধিক অসহায় ব্যক্তি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন,
“এই শীতে আমরা খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে কম্বল পেয়ে অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের ভালো রাখুক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেলিম বকাউল, শাহাআলম সরকার,ফরিদ বকাউল, জসিম বেপারী, আমজাদ সরদার, আলম বকাউল, চঞ্চল বকাউল, ইকবাল হোসেন হাওলাদার, জাহাঙ্গীর বেপারি, জালাল মালত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জনাব এম আজিজুর হক বকাউলের সন্তান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.