আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ সাত্তার খানের সহযোগিতায় মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চত্বরে এক হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে অন্যান্যদের মাঝে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতি মাহিদুল ইসলাম মাহি বলেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সাত্তার খানের পক্ষ থেকে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধানে এক হাজার শীতার্ত ও অসহায় দরিদ্রদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসলে তাদের কষ্ট লাঘব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.