সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
গত কয়েকদিনের প্রচণ্ড শৈত্যপ্রবাহে বাবুগঞ্জসহ দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
এরই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি মধ্যরাতে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেন ইউএনও আসমা উল হুসনা।
মধ্যরাতে সায়েরা বেগম ও কমলা নামের দুই শীতার্ত নারীর বাড়িতে নিজ হাতে কম্বল পৌঁছে দেন তিনি। বিষয়টি পরবর্তীতে ইউএনও তার সরকারি ফেসবুক আইডি ‘UNO Babuganj’ থেকে শেয়ার করলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
ফেসবুক পোস্টে ইউএনও আসমা উল হুসনা লেখেন, “কথা দেওয়া যতটা সহজ, রাখাটা ঠিক ততটাই কঠিন। সায়েরা বেগম ও কমলাকে তাদের বাড়িতে কম্বল পৌঁছে দেব বলে কথা দিয়েছিলাম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের বাড়ি খুঁজে বের করলাম। খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হলেও তাদের হাসিতে সব ক্লান্তি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার কাছে কর্মব্যস্ত ও সুস্থভাবে কাটানো দিনই উত্তম দিন। সেই হিসেবে বছরের প্রথম দিন ভালো গিয়েছে। ২০২৬ সালটি সবার জন্য সুস্থতা ও মানসিক শান্তির হোক।”
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সায়েরা বেগম ও কমলাই নয়—চলমান শৈত্যপ্রবাহে বাবুগঞ্জ উপজেলার বেদে সম্প্রদায়সহ বিভিন্ন গ্রামের শতাধিক প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল পৌঁছে দিয়েছেন ইউএনও আসমা উল হুসনা। যোগদানের পর থেকেই তার ধারাবাহিক মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জনপ্রশাসনের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রকৃত অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.