নবধারা ডেস্ক
“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”, এই কালেমাই ইসলামের প্রথম স্তম্ভ। এর মাধ্যমে ঘোষণা করা হয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত শেষ রাসূল।
অর্থের ব্যাখ্যা--লা ইলাহা ইল্লাল্লাহ : একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য--তাওহিদের ঘোষণা।
মুহাম্মাদুর রাসুলুল্লাহ : মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত শেষ রাসূল।
গুরুত্ব ও প্রভাব কালেমা শাহাদা মুখে উচ্চারণ ও অন্তরে বিশ্বাস করা ইসলামে প্রবেশের মূল শর্ত। এটি ঈমানের ভিত্তি গড়ে তোলে এবং একজন মুসলিমের জীবনাচরণে দিকনির্দেশনা দেয়।
কালেমা শাহাদা শুধু একটি বাক্য নয়, এটি বিশ্বাস, আমল ও নৈতিকতার সমন্বিত অঙ্গীকার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.