Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র আন্দোলন কুলিয়ারচর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

আহমেদ সিফাত,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আহমেদ সিফাত,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র আন্দোলন কুলিয়ারচর থানা শাখার সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৩টায় ছয়সূতী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর থানা শাখার সহ-সভাপতি সুলাইমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ। তিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

ঘোষিত নবগঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হন সুলাইমান সরকার। তিনি পূর্ববর্তী কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সহ-সভাপতি নির্বাচিত হন মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশরাফুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. দ্বীন ইসলাম, কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বায়জিদ মিয়া এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কুলিয়ারচর উপজেলা শাখার সদর (সভাপতি পদমর্যাদা) মাওলানা আব্দুস সালাম।

এছাড়াও কুলিয়ারচর থানা ইসলামী ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক শিক্ষা বিস্তারে কাজ করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।