ফেনী প্রতিনিধি
“আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না”— (বুখারী ও মুসলিম) এই হাদিস শরীফের বাণীকে ধারণ করে ফেনীর দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেকান্দরপুর গ্রামে ঐতিহ্যবাহী কামু পাটোয়ারী বাড়ির বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ মিলন মেলায় সকাল থেকেই বিভিন্ন বয়সভিত্তিক খেলাধুলা ও বিনোদনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু থেকে শুরু করে প্রবীণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে।
খেলাধুলার ইভেন্টগুলোর মধ্যে ছিল ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বেলুন ফুলানো, ১১ থেকে ১৫ বছর বয়সীদের জন্য বেলুন ফুলানো ও স্ট্যাম্পিং, ১৬ থেকে ৩০ বছর বয়সীদের জন্য স্ট্যাম্পিং, ৩০ বছর ও তদূর্ধ্বদের জন্য বাস্কেট বল ও বালতি বল। এছাড়া ভাগ্নী-ভাতিজী, বোন-ফুফু, বাড়ির বউ-ভাবী ও জামাইদের জন্য পৃথকভাবে পিলো পাসিং ও বেলুন ফুলানোর আয়োজন করা হয়। সব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় ও মোঃ দলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, বোরহান উদ্দিন পলাশ, মোঃ শহীদুল্লা শিল্পী, আনোয়ার হোসেন আনু, নাজিম উদ্দীন, মহিন করিম, মোঃ রাশেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে মোঃ দলিলুর রহমান বলেন, “এটি আমাদের পারিবারিক মিলন মেলা। ধর্মীয় রীতি ও পারিবারিক ঐতিহ্য বজায় রেখে আমরা নিয়মিত এ আয়োজন করে থাকি। এটি আমাদের চতুর্থ মিলন মেলা। ফেনী জেলার মধ্যে আমরাই প্রথম এ ধরনের পারিবারিক মিলন মেলার আয়োজন করেছি।” তিনি আরও বলেন, “এবারের মিলন মেলায় আমাদের বংশের প্রায় ৩০টি পরিবার অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
মিলন মেলাটি পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে আত্মীয়তার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.