সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা ফয়সাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ছয়টার দিকে সোনাগাজী–ফেনী আঞ্চলিক মহাসড়কের ডাকবাংলা পেট্রলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিজি বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে। তিনি মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ফয়সাল সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে গাছিদের কাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে ফেনী ও সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি মুহুরী প্রজেক্ট এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে মোটরসাইকেলে করে ফেনী শহরের দিকে রওনা দেন। পথে ডাকবাংলা পেট্রলপাম্পের সামনে পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফয়সালের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.