সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সোনাগাজী উপজেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র সহকারী পরিচালক আবুল বশর কবির আহমেদ।
সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। মানবিক এই উদ্যোগ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করবে।
উদ্বোধনের পর পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

