শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আব্দুল ওয়াহেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শ্যামনগরবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে মো. মনিরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন।
তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি মানসিকভাবে গভীরভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় দলের বৃহত্তর স্বার্থ ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।
আলহাজ্ব মো. আব্দুল ওয়াহেদ বলেন, “এখন থেকে শ্যামনগর উপজেলা বিএনপি এক ও অভিন্ন। দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. মনিরুজ্জামানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করতে হবে। এর মাধ্যমে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে।” এ জন্য তিনি উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে তিনি প্রতীকীভাবে ধানের শীষের মার্কা দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. মনিরুজ্জামানের হাতে তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.