Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, দম্পতি গুরুতর আহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল ছাত্তার ওরফে দিলীপ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া (মুসার পাড়া) এলাকায় চৌরঙ্গী–নীলফামারীগামী পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল ছাত্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল ছাত্তার নীলফামারী সদর থানার পুরাতন গরুর হাট (ছেকামাছার হাট) এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় আব্দুল ছাত্তার পাকা সড়কের ওপর দিয়ে চলাচল করছিলেন। এ সময় চৌরঙ্গী দিক থেকে দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মো. সাদ্দাম হোসেন (৩২) তাকে ধাক্কা দেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আঙ্গারপাড়া ইছামতি শাহপাড়া এলাকার বাসিন্দা মো. শফি উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন এবং তার স্ত্রী মোছা. মৌসুমী বেগম (২৬) গুরুতর আহত হন। পরে তাদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।