দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল নিরাপদে ধ্বংস করেছে সেনাবাহিনীর বিশেষ ডিসপোজাল টিম।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি নির্জন মাঠে মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা ১৭ সদস্যের সেনাবাহিনীর ডিসপোজাল টিম এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় দৌলতপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মানসুর উপস্থিত ছিলেন।
মর্টার শেলটি বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মরহুম আসমত উল্লাহর বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা প্রায় ২৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৮ কেজি। এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মর্টার শেলটি উদ্ধারের পরপরই বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনীর ডিসপোজাল টিম রাত থেকেই এলাকায় অবস্থান নেয় এবং পরবর্তীতে যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা বিশেষজ্ঞ দল শুক্রবার দুপুরে নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করে।
স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.