নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আজিজপুরে ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন ও আমেরিকান প্রবাসী মিজানুর রহমানের জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শুক্রবার দুপুর ৩টায় নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিল্লাতুর রহমান মিরন অভিযোগ করেন, পারিবারিক একটি মূল্যবান জমি তাঁর ভাই ও এক বোনকে বাদ দিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক বণ্টকনামা তৈরির মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “সম্পত্তির একাধিক ওয়ারিশকে বাদ দিয়ে বণ্টকনামা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। সেই কারণে ওই জমির বিক্রিও অবৈধ। আমাদের প্রাপ্য হিস্যা এখনও চিহ্নিত করে দেওয়া হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, চার বোনের ঈন্দ্রনে স্থানীয় সন্ত্রাসী হাসান, ফিরোজ, এমরান, কবির, মাঈন উদ্দিন ও সেলিমের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ চক্র পেশী শক্তির মাধ্যমে তাদের জায়গা জোরপূর্বক দখল করছে। মূখিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় মান্যগন্য ব্যক্তিদের জানানো সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে ভূমিদখলকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.