ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভুঞায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মাতুভুঞার বাগেরহাট সাঈদিয়া সুলতানুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হারিছ আহমদ পেয়ার, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হুদা আরমান, ছাত্রদল নেতা ইমাম উদ্দিন রাকিব, শ্রমিক দলের নেতা দিদারুল ইসলাম, বিএনপি নেতা আবদুল আজিজ, মাতুভুঞা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হালিম মেম্বার, যুবদল নেতা কামরুল ইসলাম, মোহাম্মদ হারুন, শাহপরান, মোহাম্মদ দুলাল ও আবদুল কাদের প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগেরহাট সাঈদিয়া সুলতানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ঈমাম হোসেন।

