সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে শাহ আলম ডেইরি ফার্ম থেকে বিভিন্ন প্রজাতির ২০টি গরু লুট করা হয়েছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি শাহ আলম জানান, তিনি খামারের মাধ্যমে গরু লালন, পালন ও ক্রয়-বিক্রয় করে আসছেন। দুর্বৃত্তরা একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে ১০-১৫ জন মুখোশধারী ব্যক্তি খামারের তালা ভেঙে গাভি, ষাড়, দামড়া ও দামড়িসহ ১৬টি গরু লুট করে নিয়ে যায়।
শাহ আলম ঘটনার পর প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন এবং অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

