জামালপুর প্রতিনিধি
জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক জাকিউল ইসলাম খান টিপু-কে স্মরণ করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের কাচারীপাড়া এলাকায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে জামালপুর জেলার সকল যন্ত্রসংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীবৃন্দ।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন জীবন সাহা, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাগর মুখার্জি। অনুষ্ঠানে বক্তৃতা করেন শেরপুর জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, এমাল বোষ, মো: সাদিক আলী, আজমির বাবু, শাহবুল ইসলাম বাবু, তানভির আহম্মেদ হীরা সহ অন্যান্যরা। বক্তারা মরহুমকে স্মরণ করে বলেন, তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন—সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও সাংবাদিকসহ নানা ক্ষেত্রে অবদান রেখেছেন।
জাকিউল ইসলাম খান টিপু ছিলেন যুব রেড ক্রিসেন্ট ইউনিট জামালপুরের সাবেক যুব প্রধান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রহ্মপুত্র ব্যান্ডের কর্ণধার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের জামালপুরের নিজস্ব প্রতিবেদক এবং স্টুডিও বাজনার স্বত্বাধীকারী। এছাড়া তিনি শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাউন্ড অপারেটর হিসেবেও দায়িত্ব পালন করতেন।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, যন্ত্রসংগীতশিল্পী, সংগীতশিল্পী এবং জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন টিপু। তার বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে ১৮ ডিসেম্বর ভোর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুসময় তার বয়স ছিল ৪৮ বছর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.