দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানার ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর কুমার ঘোষ-এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমীর ঘোষ দীর্ঘ ২৯ বছর ৩ মাস বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে মারাত্মক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
শুক্রবার (২ ডিসেম্বর) বাদ জুম্মা দেবহাটা থানার ওসির অফিস রুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, এসআই কওছার আলী, এসআই আদনান বিন আজাদ, এসআই তন্ময় সাহা, এএসআই শামীম হোসেন, এএসআই মেহেদি হাসান এবং বিদায়ী সমীর ঘোষের শ্যালক রামকৃষ্ণ ঘোষ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সমীর ঘোষকে ওসিসহ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন নিজে সুসজ্জিত দেবহাটা থানার গাড়িতে সমীর ঘোষকে তুলে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত পৌঁছে দেন। উল্লেখ্য, সমীর ঘোষের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.