ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ওসমান হাদীর হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এরপর প্রতিবাদীদের একাংশ দ্রুত বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
প্রেসক্লাবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সোহেল রানা প্রমুখ। বক্তারা বলেন, হাদী জীবদ্দশায় দেশের বিচার ব্যবস্থার প্রতি শঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু হত্যার মূল আসামিকে এখনও গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের বেঁধে দেওয়া ৯০ দিনের মধ্যে যদি হাদী হত্যার বিচার না করা হয়, তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

