মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাকেরহাট সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলিম উদ্দিন সরকার, ওয়াহেদ শাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সবুজ আহমেদ, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ ও সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। দেশের গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ়করণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
জাতীয়তাবাদ ও স্বাধীনতার পক্ষে তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন সংগ্রামী নারী নেত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা, আপসহীনতা ও দেশপ্রেম জাতির জন্য অনুকরণীয়।
বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

