দৌলতপুর ( কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২টি বিদেশী পিস্তুল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টায় বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের সংবাদ পাওয়া যায়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চরচিলমারী বিওপির টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন মো. মনিরুল ইসলাম কে ধাওয়া করলে সে তার সাথে থাকা ২টি বিদেশী পিস্তুল এবং ৪টি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
অস্ত্র বহনকারী পলাতক মনিরুল ইসলাম মরারচর সীমান্ত এলাকার মো. মহসিন আলীর ছেলে। সে মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে।
পরে আজ শুক্রবার দুপুরে পলাতক আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার হওয়া ২টি বিদেশী পিস্তুল এবং ৪টি ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে বিদেশী পিস্তুল ও ম্যাগাজিন উদ্ধার, মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.