পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ২ জানুয়ারি ভোররাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। এ সময় বাসের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে বাসটি ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও দরিদ্র-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড ও পটুয়াখালী মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও জাটকা নিধন রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.