সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শনিবার মাগুরার মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দলসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অধিকার ও প্রাপ্তি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুর রব 'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কাজী সালিমাহক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম ইউনুচ আলী,মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মো: আবুল খায়ের,বিশিষ্ঠ সমাজসেবক সাবেক টি এন্ড টি কর্মকর্তা মো: জিয়াউল হক বাচ্চু,বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো: আকতারুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ।
এসময় পূর্ব নারায়ণপুর গোরস্থান এতিমখানার হাফেজ ও সভাপতি সহ স্থানীয় সুধীজন প্রেসক্লাব মহম্মদপুরের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত এতিমখানার শিশু, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং বয়স্ক ভাতাভোগী মুরুব্বিদের উদ্দেশ্যে সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রব বলেন,"সমাজসেবা অধিদপ্তর সব সময় অসহায় পিছিয়েপড়া মানুষের পাশে আছে।এতিমদের শিক্ষা, প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং মুরুব্বিদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয়। বক্তারা সমাজসেবা অফিসের নানাবিধ সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.