হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার ফলপট্টি এলাকা থেকে শিশু অপহরণের পর তাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে পৌরসভাস্থ পাবলিক টয়লেটের সামনে থেকে একটি শিশু অপহরণের ঘটনা ঘটে। শিশুটি বড়চওনা ইউনিয়নের কুতুবপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী দম্পতির।তারা দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী।
নুরজামাল নামে ৮ বছরের তাদের আরেকটি ছেলে রয়েছে। ঘটনার দিন সোহেলের স্ত্রী নুরজাহান বেগম ৭ মাসের শিশু নুর মোহাম্মদ নিয়ে তালত্বলা চত্বরে ভিক্ষা করতে আসে।
নুরজাহান জানায়,আমার ছেলেকে বাহিরে রেখে টয়লেটে গেলে অভিযুক্ত স্বপ্না (৩৬)পূর্ব পরিকল্পনা অনুসারে দ্রুত তাকে নিয়ে পালিয়ে যায়।নুরজাহানের ডাকচিৎকার শুনে, স্থানীয়রা হারিয়ে যাওয়া শিশুটির অনেক খোঁজখুজির পরও সন্ধান পাননি।
পরে নুরজাহানের স্বামী সোহেল রানা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় একটি অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ এসআই জাহাঙ্গীর আলম নেতৃত্বে কালিয়াকৈর এনায়েতপুর থেকে মাত্র ৭ ঘন্টার মধ্যে শিশুটি জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। নুরজাহানের ভাষ্যমতে স্বপ্না জেলা শহরে বেশি ভিক্ষা করে।সখীপুর বাজারে স্বপ্নার সাথে দেখা হলে জানতে পারে মাঝে মাঝে সখীপুরও আসে।তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর এলাকার কাশিমপুরে। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো হেলাল উদ্দিন বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.