ফরিদপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ আসনে দাখিলকৃত মোট ১০ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় আসনটির সকল প্রার্থী উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। অপর পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র যথাযথ থাকায় সেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমি দলের নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞ। প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করতে পেরে আমরা আনন্দিত। দীর্ঘদিন পর ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন ও পুরোনো ভোটাররা আনন্দের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”
তিনি আরও বলেন, “প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা—ভোট যেন কোনো আতঙ্কের বিষয় না হয়। নির্বাচন যদি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তাহলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.