Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুটি আসনে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা, ২ জনের স্থগিত,১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্ট,নড়াইল
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্ট,নড়াইল

নড়াইলের দু’টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিসসহ মোট ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

দুইজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী, প্রস্তাবকারী,সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষনা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আঃ ছালেকসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম জানান,দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ ওবায়দুল্লাহ কায়সার,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা,স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হবে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী আতাউর রহমান বাচ্চু,ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম,খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে।

এ আসনে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।