স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩জানুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপন,মতিয়ার মিয়া,ইকতিয়ারুল ইসলাম, আলহাজ্ব এলাহী মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথি ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মল্লিকপুর ইউনিয়নের সাথে আমার নাড়ির সম্পক,এই ইউনিয়নে আমার জন্ম। আমি নির্বাচিত হলে রাস্তা-ঘাট,নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান, শিক্ষা, স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করবো।
নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করবো। আলোচনা সভা শেষে হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.