শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ‘স্বর্ণপট্টি’ এলাকায় চোরাই স্বর্ণের লেনদেনের অভিযোগ উঠেছে মেসার্স সততা জুয়েলার্সের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, দোকানের ম্যানেজার সাজু চুরি হওয়া স্বর্ণালংকার ফেরত দিতে অস্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত ২৩ ডিসেম্বর। চালিতাবাড়িয়া গ্রামের আমজেদ হোসেনের ছেলে আমিরুল ইসলাম মিলনের বাড়ি থেকে প্রায় ২ ভরি ৫ আনা স্বর্ণালংকার চুরি হয়। খোঁজে দেখা যায়, স্বর্ণালংকার তার ছেলে ও স্থানীয় শুভের মাধ্যমে বাগআঁচড়া বাজারের সততা জুয়েলার্সে বিক্রি করা হয়। অভিযোগ অনুযায়ী, ম্যানেজার সাজু প্রায় ২ লাখ ২০ হাজার টাকায় গহনাগুলো কিনে নেন।
ভুক্তভোগী পরিবার কয়েক দফা স্বর্ণ ফেরত চাওয়ার পরও নানাভাবে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন সাজু। শনিবার (৩ জানুয়ারি) আবার স্বর্ণালংকার ফেরতের জন্য গেলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বাগআঁচড়া স্বর্ণপট্টিতে দীর্ঘদিন ধরে চোরাই স্বর্ণ কেনাবেচা একটি ‘খোলা গোপন রহস্য’, যেখানে কার্যকর নজরদারি নেই। স্বর্ণপট্টির সভাপতি মন্টু বলেছেন, “আমরা ব্যবসায়ী, কেউ স্বর্ণ বিক্রি করলে আমরা কিনি। স্বর্ণের গায়ে চুরি যাওয়া মাল লেখা থাকে না।” তবে স্থানীয়রা মনে করছেন, এই ধরনের দায়িত্বহীন অবস্থানই চোরাই স্বর্ণের নিরাপদ বাজার সৃষ্টি করছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান। প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.