মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কাজী সালিমাহক মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলার তৃনমূল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো: গোলাম আজম সাবু মিয়া। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু, সাবেক সদস্য-সচিব মো: আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, জেলা বিএনপি’র সদস্য মো: আরাফুজ্জামান রিংকু, সাবেক যুগ্ম-আহবায়ক মো: জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।
কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তালহা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক ছিলেন এবং তাঁর রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। আয়োজকরা জানান, প্রয়াত নেত্রীর স্মরণে ভবিষ্যতেও এ ধরনের দোয়া ও স্মরণসভা অব্যাহত থাকবে। এছাড়াও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের এবং স্থানীয় ট্রাপিক চত্বরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

