Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কাজী সালিমাহক মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলার তৃনমূল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো: গোলাম আজম সাবু মিয়া। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু, সাবেক সদস্য-সচিব মো: আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, জেলা বিএনপি’র সদস্য মো: আরাফুজ্জামান রিংকু, সাবেক যুগ্ম-আহবায়ক মো: জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।

কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তালহা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক ছিলেন এবং তাঁর রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। আয়োজকরা জানান, প্রয়াত নেত্রীর স্মরণে ভবিষ্যতেও এ ধরনের দোয়া ও স্মরণসভা অব্যাহত থাকবে। এছাড়াও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের এবং স্থানীয় ট্রাপিক চত্বরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।