মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আয়োজনে সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে শেখ মোহাম্মদ আবদুল্লাহর সমর্থক ও সাবেক যুবদল নেতা ওমর ফারুক মৃধা বলেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের জন্য ঘরে ঘরে দোয়া করবেন। এরপর তিনি বলেন, ধানের শিষ মার্কা, আবদুল্লাহ ভাইয়ের মার্কা, ধানের শিষ মার্কা মরহুমা শেখ হাসিনার মার্কা।
তার এমন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন এবং হই হই শব্দে তাকে থামানোর চেষ্টা করেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এ ঘটনায় জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ওমর ফারুক মৃধার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

