Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ,সম্মিলিত সাংবাদিক জোটের তীব্র নিন্দা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বগুড়ার শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শেরপুর শহরের সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা শেষে দেওয়া বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দে।

বিবৃতিতে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়ের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এর ফলে স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রায় ১৭ মাস পর গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনজন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—দৈনিক চাঁদনী বাজার-এর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলো-এর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার (সবুজ চৌধুরী) এবং দৈনিক প্রভাতের আলো-এর নিজস্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লব। তাঁদের মধ্যে প্রথম দুইজন শেরপুর উপজেলায় কর্মরত।

এছাড়াও ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দৈনিক মানবকণ্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল হকের বিরুদ্ধে একটি মামলা (এফআইআর নং-২৪, জিআর-২৮৩) দায়ের করা হয় বলেও সভায় জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন রেখে মিথ্যা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের সঠিক যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের মামলা দায়ের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীন সাংবাদিকতার চেতনার পরিপন্থী।

সভা থেকে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। দাবি মানা না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, আজকের দর্পণ-এর আবু বকর সিদ্দিক, দৈনিক জনবানী-এর এনামুল হক, দৈনিক গণমুক্তি-র শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি এস আই বাবলু, খোলা কাগজ-এর প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।