রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা শহরে এক নারী সবজি ব্যবসায়ী ও তার পরিবার কর্তৃক অভিযোগ উঠেছে যে, তাঁকে দোকান থেকে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগম এবং তার পরিবারের সদস্যরা রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌরসভার দুধবাজার এলাকায় সংবাদ সম্মেলন করেন।
মোছা. রোকেয়া বেগম (৪৬) জানান, প্রায় ৫৫ বছর ধরে তার শ্বশুর, স্বামী ও ছেলে দুধবাজারের পাশে ৬২ লিঙ্ক খাস জমিতে সবজি ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, ওই এলাকায় বহু ব্যক্তি খাস জমি দখল করেও ব্যবসা চালাচ্ছেন, কিন্তু শুধু তাদের দোকানই উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, দীর্ঘ ৮ বছর ধরে জেলা প্রশাসনের কাছে খাস জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেছেন। যদিও জেলা প্রশাসনের খাস জমিতে তার দোকানসহ আরও কয়েকটি দোকান রয়েছে, কিন্তু দোকান রাখতে চাইলে পৌরসভার বাজার পরিদর্শক শহিদুল ইসলাম তার কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেছেন। ঘুষ দেওয়ার অস্বীকৃতির পর গত বছরের ১০ নভেম্বর তার দোকানটি উচ্ছেদ করা হয়।
রোকেয়া বেগম বলেন, “দোকান উচ্ছেদ করে পেছনের কোটি টাকার মূল্যের জমির মালিককে সুবিধা দেওয়া হয়েছে। মানবিক দিক বিবেচনায় খাস জমি আমার নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, পৌরসভার বাজার পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, উচ্ছেদকৃত স্থানটি জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত জমি। উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের নির্দেশে পরিচালনা করা হয়েছে এবং তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ভিত্তিহীন।

