Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কাঠি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন শেখ রোমান

Bayzid Saad
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সেলিম রেজা, (স্টাফ রিপোর্টার) গোপালগঞ্জঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক শেখ রোমান নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আজ বিকেলে তিনি তার কর্মীদের নিয়ে কাঠি বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালান। পরে তিনি কাঠি বাজারে নির্বাচনী পথ সভায় বক্তব্য দেন।

বক্তব্যে শেখ রোমান বলেন, ‘পারিবারিকভাবেই আমি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার পিতা আলী আহম্মদ শেখ একজন বীর মুক্তিযোদ্ধা। আমি ছাত্র জীবনে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলাম। ২০০৬ সালে বিএনপি বিতর্কিত নির্বাচনের সময় আমি কাঠি ইউনিয়নে আন্দোলন গড়ে তুলি। ২০০৬ সাল থেকে কাঠি ইউনিয়ন যুবলীগের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। ২০১০ সাল থেকে কাঠি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

তিনি আরো বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক। আশাকরি আমার রাজনৈতিক অবিভাবক সেলিম ভাই আমাকে মনোনয়ন দিবেন। নির্বাচিত হলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।