দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চাঁদনী পাতার বিপুল পরিমাণ বিড়ি ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক হয়েছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রাগপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ২৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয় এবং একটি টিভিএস মোটরসাইকেলসহ হাবিল উদ্দিন (৩৮) নামে একজনকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর প্রাগপুর বিওপিতে কর্মরত সুবেদার মো. শুকুর আলীর নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত মেইন পিলার ১৪৮/৩-এস থেকে আনুমানিক ৮১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুরের নিয়ামত মÐলের ঘোনা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে বহন করা বিড়ি ও মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়।
আটক হাবিল উদ্দিন উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের এলাহী বিশ্বাসের ছেলে।
উদ্ধার হওয়া ভারতীয় পাতার বিড়ি ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা। পরে আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

