জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও চাষীরা বিষয়টি কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন চাষী অভিযোগে উল্লেখ করেছেন, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে তারা দো-ফসলী ধান চাষ করে আসছেন। এ জমি থেকে উৎপাদিত ফসলের মাধ্যমে তারা বাৎসরিক খাদ্য জোগান নিশ্চিত করেন এবং অতিরিক্ত ফসল বিক্রি করে সংসার চালান।
চাষীরা অভিযোগ করেছেন, স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধে ছিদ্র করে ভিতরে লোনা পানি উত্তোলন করছেন। চাষীদের দাবি, এভাবে লোনা পানি প্রবেশ করলে মিষ্টি পানির ধানক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবেশও ক্ষতিগ্রস্থ হবে।
চাষীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মিষ্টি পানির দো-ফসলি জমি লবণাক্ত পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.