যশোর প্রতিনিধি
যশোরে জেলা বিএনপির আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “খালেদা জিয়া দেশের মানুষের জন্য শান্ত গৃহকোণ থেকে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তার জীবন ছিল কর্মময় ও দিকদর্শনপূর্ণ, যা তাকে অমরত্ব এনে দিয়েছে। গণতন্ত্রের বিজয় ও দেশের মানুষের স্বার্থে তিনি কখনো আপোষহীন ছিলেন।”
শোকসভায় তিনি আরও বলেন, “খালেদা জিয়ার রাজনীতির মূল স্লোগান ছিল ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’। তিনি দেশ ও জাতির স্বার্থে সর্বদা অঙ্গীকারবদ্ধ ছিলেন। পররাষ্ট্রনীতিতে তিনি সমমর্যদায় প্রতিবেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন।”
অধ্যাপক নার্গিস বেগমের বক্তব্যে উঠে আসে, খালেদা জিয়া মাত্র দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পাঁচটি আসনে নির্বাচন করে একাধিকবার বিজয়ী হওয়ার রেকর্ড গড়েন। তার আমলে অর্থনীতি শক্তিশালী হয়, নারীদের সুরক্ষা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়।
শোকসভায় বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ন্যাপের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট এনামুল হক, সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌল্লা সহ অনেকে। দোয়া পরিচালনা করেন দড়াটানা মসজিদের খতিব মাওলানা আমান উল্লাহ কাশেমী।
শোকসভায় বক্তারা unanimously খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এক অভিভাবক হিসেবে বর্ণনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.