আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর রিয়াজুদ্দিনের বাড়ির পাশে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রেজাউল নামে এক মেশিন ওয়ালা বোরিং করে অবৈধভাবে বাল উত্তোলনের অব্যাহত রেখেছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন রিয়াজউদ্দিন সাহেব উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সাথে যোগাযোগ করে বালু উত্তোলন করছে।
এ বিষয়ে রিয়াজুদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন তার এক নিজস্ব লোকের মাধ্যমে এসিল্যান্ড মহাদয়ের সাথে তার এক নিকট আত্মীয়র মাধ্যমে যোগাযোগ করে বালু উত্তোলন করছি।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী তহশীলদার গগন বাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অবৈধভাবে বালু উত্তোলনের কথা শুনি আমি লোক পাঠিয়েছিলাম। তারা এসিল্যান্ড স্যারের সাথে যোগাযোগ করে বালু উত্তোলন করছে বলে জানান।
তিনি আরো বলেন এসি ল্যান্ড স্যার আমাকে তো কিছু বলে নাই আপনারা বালি উত্তোলন বন্ধ করেন। তারা বালু উত্তোলন ওই সময় বন্ধ করে উনারা আবার উত্তোলন শুরু করে। এ বিষয়ে উপজেলা সহকারী (ভূমি)কমিশনার রাশেদ হোসাইন এর মুঠোফোন কথা বলার চেষ্টা করলে ফোনটি রিসিভ না হওয়ায কথা বলা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনের ছবি তার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.