আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের বিশেষ অভিযানে আজ ৫ জানুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ৫টায় পান বাজার বিট এলাকায় ফাতেমা ইটভাটা (FBM) থেকে প্রায় ২০০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এবং বন বিভাগের বিশেষ টহল দল ও স্টাফদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে প্রাথমিক তদন্তে জানা গেছে, কাঠগুলো অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করা হয়েছিল।
অভিযান শেষে জব্দকৃত কাঠগুলো আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে বন বিভাগের পান বাজার বিট অফিসে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ ব্যবসা ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। পাশাপাশি, বন আইন মেনে চলার পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.