নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
তীব্র শীতের প্রকোপে নগরীর দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।
কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে সিটি এলাকার শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে মোট তিন হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার জয়দেবপুর গোরস্থান এতিমখানায় বসবাসরত ৫০ জন এতিম শিশুর হাতে কম্বল তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, আমিন আল পারভেজ। শীতের এই কনকনে আবহাওয়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ তাদের জন্য স্বস্তি ও উষ্ণতার বার্তা বহন করছে বলে জানান সংশ্লিষ্টরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নির্বাহী প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, এতিমখানা মাদ্রাসার সুপারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ওই বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে নগরীর শীতার্ত মানুষের জন্য তিন হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। তবে শীতের তীব্রতা বিবেচনায় রেখে আরও কিছু কম্বল বিতরণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন দর্শন কেবল অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দুর্যোগ ও দুর্ভোগের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও দায়িত্বশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, নগরীর প্রত্যেকটি অঞ্চলে প্রকৃত দুস্থ ও শীতার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। এই কার্যক্রমে স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান। তিনি আরও বলেন, নাগরিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার।
সচিব আমিন আল পারভেজ বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন সব অঞ্চলে পর্যায়ক্রমে একযোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো গাজীপুর সিটি কর্পোরেশনের একটি চলমান সামাজিক দায়বদ্ধতার অংশ বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.