Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুরআনে ‘হক’, সত্য ও মানবাধিকারের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

নবধারা ডেস্ক 
জানুয়ারি ৬, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

কুরআনে ‘হক’ বলতে সত্য, ন্যায়, অধিকার ও আল্লাহর সন্তুষ্টিকে বোঝানো হয়েছে। এটি শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, সামাজিক ও মানবিক জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য।

হকের মৌলিক বিভাজন : কুরআন অনুযায়ী হক দুই প্রকার (১.)আল্লাহর হক (২)বান্দার হক।

আল্লাহর হকের মধ্যে ঈমান ও ইবাদত অন্তর্ভুক্ত, আর বান্দার হকের মধ্যে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের অধিকার রয়েছে।

সত্য গোপন নিষিদ্ধ : আল্লাহ তায়ালা সত্য গোপন করতে ও মিথ্যার সাথে মেশাতে নিষেধ করেছেন। ন্যায় প্রতিষ্ঠা ও সত্য প্রকাশ করাই মুমিনের অন্যতম দায়িত্ব।

এতিম ও অসহায়দের অধিকার রক্ষা : কুরআনে এতিমদের সম্পদ আত্মসাৎ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের অধিকার যথাযথভাবে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

ন্যায়সঙ্গত সম্পদ ও লেনদেন : ইসলামে সম্পদের মালিকানা স্বীকৃত হলেও তা অর্জন ও ব্যবহারে হালাল ও ন্যায়নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

সৎকর্মে পারস্পরিক সহযোগিতা : কুরআন সৎকর্ম ও তাকওয়ার কাজে পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়েছে এবং পাপ ও সীমালঙ্ঘনে সহায়তা করতে নিষেধ করেছে।

কিয়ামতের দিনে বান্দার হকের বিচার : বান্দার হক নষ্ট করলে কিয়ামতের দিন কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। হক আদায় না হলে আল্লাহর ক্ষমা লাভ কঠিন হতে পারে।

সমাজ গঠনে হকের গুরুত্ব : কুরআনের শিক্ষা অনুযায়ী হক একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ন্যায়ভিত্তিক সমাজ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।