শফিকুল ইসলাম সাফা চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
আজ বুধবার সাকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে ইউএনও মো: লিটন আলীর সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক ।এতে ত্রি- পল্লী মাধ্যমিক বিদ্যালয় কুইজ প্রতি যোগিতায় প্রথম স্থান অধিকার করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।